কত দিন থাকবে ঝড়বৃষ্টি?

Posted by on in বাংলাদেশ 0
1st Image

দীর্ঘ দাবদাহ শেষে গত দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি পর ফিরেছে স্বস্তি।  আজ মঙ্গলবার (৭ মে) আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, বয়ে যাওয়া দমকা ও ঝোড়ো হাওয়া সাথে চলমান ঝড়-বৃষ্টি আরো এক সপ্তাহের বেশি অব্যাহত থাকতে পারে। 

আরো জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার ফলে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া  সারা দেশে আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং গোপালগঞ্জ, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ধরনের তাপপ্রবাহ ২৪ ঘণ্টার মধ্যে প্রশমিত হতে পারে।