বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে বিপাকে সামান্থা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে মায়োসাইটিস রোগে (পেশির এক ধরনের প্রদাহ) ভুগছেন এই অভিনেত্রী। আর সেই কারণেই গত দু’বছর ধরে কাজের সংখ্যা কমিয়েছেন তিনি । নিজেকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সামান্থা। এর পাশাপাশি নতুন নতুন টোটকাও ব্যবহার করছেন।
সম্প্রতি এক ছবিকে ঘিরে আলোচনায় আসেন তিনি। কিছু দিন আগে ‘সওনা বাথ’ নিতে যান সামান্থা। এটি হল এক ধরনের গোসল, যা শরীরকে চনমনে করে শরীর থেকে ‘টক্সিন’ বের করতে সাহায্য করে। গোসলের এক পর্যায়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর তারপরই ঘটে গেল বিপত্তি। শেষমেশ সেই ছবিসহ পোস্টটি ইনস্টাগ্রাম থেকে মুছতে বাধ্য হয়েছেন সামান্থা।
ইনস্টাগ্রামে যে পোস্টটি তিনি শেয়ার করেছিলেন তাতে দেখা যায়, তিনি গায়ে তোয়ালে জড়িয়ে বসে রয়েছেন চেয়ারে। চোখেমুখে প্রশান্তি, টেনে খোঁপা বাঁধা। রূপটানের লেশমাত্র নেই। আর এই ছবি প্রকাশ্যে আসতেই ছবিটিকে বিকৃত করে সামান্থার একটি নগ্ন ছবি ভাইরাল করা হয়েছে সোশ্যল মিডিয়ায়। শেষমেশ নিজের পোস্টটি মুছে দিতে বাধ্য হন সামান্থা।