বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনা সম্পর্কে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, বিমান বাহিনীর ওয়াইএকে১৩০ প্রশিক্ষণ বিমানটি টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে থাকা দুইজন পাইলট প্যারাসুট নিয়ে নিরাপদে বের হতে পেরেছেন।

বর্তমান অবস্থা সম্পর্কে আইএসপিআর জানিয়েছে, বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।