উরফি জাভেদের উদ্ভট ফ্যাশনে তাজ্জব নেটপাড়া
উরফি জাভেদ মানেই নতুন ফ্যাশন গোল। বিভিন্ন ধরনের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। আজব সব পোশাকের জন্য নেটপাড়ায় আলোচিত এবং সমালোচিত হন সবসময়। কখনও ১০০ কেজির পোশাক, কখনও সেফটিপিনে আটকানো ছবি দিয়ে তৈরি টপ আবার কখনও পোশাকে প্রজাপতির মেলা। এক এক সময়ে ফ্যাশনের নতুন নতুন সব নজির গড়েন উরফি জাভেদ। উরফি জাভেদের এই ধরনের উদ্ভাবনী শক্তির জন্য অনেকেই তাকে 'DIY এক্সপার্ট' বলেও ডাকেন।
একসময় তিনি ছিলেন ফ্যাশন ডিজাইনার। তবে বিগ বসের কল্যাণে এখন যথেষ্ট সুপরিচিত। প্রায়শই অভিনব অবতারে প্রকাশ্যে আসা ও সমাজমাধ্যমে নিজের ছবি-ভিডিও পোস্ট করার জন্য বলিউডের এই পোশাক-শৌখিনীকে একাধিক বার কটাক্ষের শিকারও হতে হয়েছে।
তার এই অদ্ভুত পোশাকের কিছু ভক্ত প্রশংসা করলেও বেশির ভাগ সময়েই তাকে ট্রলিংয়ের শিকার হতে হয়। কিন্তু তাতেও উরফি দমে নেই। তার প্রতিটি পোজ সোশ্যাল মিডিয়ায় হট টপিক হয়ে ওঠে। তার পোশাকের তালিকায় রয়েছে কাচ দিয়ে তৈরি পোশাক, ব্যাডমিন্টন নেটের আউটফিট, পাটের বস্তার জামা, বাবলগামের তৈরি টপ, প্লাস্টিকের মিডি ড্রেস এবং সেফটিপিনে আটকানো ছবি দিয়ে তৈরি টপ। এর বাইরেও নানান ধরণের অদ্ভুদ পোশাকে দেখা যায় তাকে।
কিছুদিন আগেই প্রজাপতি উড়ানো 'ম্যাজিক ড্রেস' পরে চমকে দিয়েছিলেন। কালো প্রজাপতি থিমের গাউন পরে দেখা যায় তাকে। পোশাক জুড়ে পাতা ও ফুলের কারিকুরি, যার মধ্যে ছোট্ট ছোট্ট প্রজাপতির মোটিফ।
শুধু নিজের কয়েকটি ছবির সাথে সেফটিপিন আটকিয়ে তৈরী করে ফেলেন টপ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তোলে সমলোচনার ঝড়।
তাকে বাবলগাম দিয়ে তৈরি ড্রেসেও দেখা গিয়েছিলো। স্লিভলেস পোশাকের নাম তিনি দিয়েছেন বাবলগাম টপ।
সম্প্রতি তাকে দেখা গিয়েছে ডিম দিয়ে তৈরী স্কার্টে। ডিম দিয়ে তৈরী এই পোশাক পরে ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করেন তিনি। 'আন্ডে কা ফান্ডা' নামেরে ওই স্পেশাল ভিডিও তে দেখা যায় প্রথমে দুটি ডিম নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে এর পর ডিম দিয়ে আস্ত স্কার্ট তৈরি করে ফেলেছেন উরফি। আর তা পরেছেন স্বচ্ছ পোশাকের ওপর।
তবে অদ্ভুত এসব পোশাকের জন্য সমালোচনার জন্য উরফির তেমন ভ্রুক্ষেপ নেই বরং তার কাছে ফ্যাশন আর স্টাইলিং যতটা নিরীক্ষাধর্মী ততই সুন্দর।