জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে পারে ফিলিস্তিন, ভোট আজ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার যোগ্য বলে স্বীকৃতি দেওয়ার  খসড়া প্রস্তাবটি পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে। অর্থ্যৎ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে চায় জাতিসংঘ। আজ শুক্রবার (১০ মে) এ জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে আবারও ভোট হতে চলেছে।

এই ভোটাভুটি সফল হলে কার্যকরভাবে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে । ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হবে এই ভোটাভুটি। কূটনীতিকরা বলেছেন, খসড়া প্রস্তাবটি এবার পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে পারে।

গত মাসে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ।  

বর্তমান অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের জোরপূর্বক বসতি স্থাপন বিস্তৃত বিষয়টিকে বেআইনি বলে মনে করে জাতিসংঘ। যার ফলে পূর্ণ সদস্যপদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিন। এখন পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।