নারকেল থেকে বিকল্প জ্বালানি, তৈরি হচ্ছে ‘বায়োডিজেল’

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

দ্য গার্ডিয়ানের খবর অনুসারে, নারকেলের যে সাদা শাঁস থেকে তৈরি হয় নারকেল তেল, সেটি ব্যবহার করে বায়োডিজেল তৈরি করছে পাপুয়া নিউগিনির কারকার দ্বীপ। জানা যায়, কয়েক দশক আগেও এখনকার আকর্ষণীয় রপ্তানি পণ্য ছিল নারকেল। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে নারকেলের ব্যবসা আকর্ষণ হারানোর ফলে দেশটির উত্তর উপকূলের এই দ্বীপে নারকেল ’বায়োডিজেল, তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

২০০৭ সালে তাদের এই বায়োডিজেলের প্রকল্প শুরু হয়। কুলিলিতে একটি কারখানা গড়ে তোলেন তারা। এরপর তাদের তৈরি বায়োডিজেল সরকারি বিভিন্ন গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, জাহাজ, জেনারেটরের পাশাপাশি নিজস্ব কারখানাগুলোতেও ব্যবহার শুরু হয়। বর্তমান এর উৎপাদন বাড়াতে প্রকল্প আরও বড় করার উদ্যোগ নিচ্ছেন।

বায়োডিজেল হচ্ছে জৈবিক উৎস থেকে তৈরি নবায়নযোগ্য জ্বালানি। নারকেলের যে সাদা শাঁস থেকে তৈরি হয়। এর সুবিধা হচ্ছে এর দাম তুলনামূলকভাবে কম ফলে ব্যবহার আরও বৃদ্ধির উপায় ও বিকল্প জ্বালানি করার লক্ষ্যে এ নিয়ে গবেষণা চলছে।