রাজশাহীর কোন আম কবে পাওয়া যাবে, দেখে নিন ম্যাংগো ক্যালেন্ডার থেকে

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক।  আজ রোববার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয় যেখানে সবার মতামত নিয়ে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়।

সভায় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। যেখানে ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। তবে যদি কোন কৃষকের গাছে এই তারিখের আগে আম পেকে যায়, তাহলে তিনি স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের জানিয়ে আম পাড়তে পারবেন।

mango_calander_bd

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় আমে রাসায়ানিক না দেয়ার ব্যাপারে অনুরোধ করা হয় এবং কোথাও আমে রাসায়নিক দিলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করা হয়। তাছাড়া সভায় আমচাষি ও ব্যবসায়ীরা কুরিয়ারে পরিবহন খরচ কমানোর আহ্বানও জানানো হয়।