ফিলিস্তিনের বিরুদ্ধে আর্জেন্টিনার ভোট: ধন্যবাদ জানালো ইসরায়েলের

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত শুক্রবার (১০ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। যেখানে বলা হয়,‘স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা। ’ 

এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪৩টি দেশ এবং বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোট দানে বিরত ছিল ২৫টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১৪৩টি দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। 

তবে বিপক্ষে ভোট দেয়ার জন্য গত রোববার (১২ মে) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ আর্জেন্টিনা সহ হাঙ্গেরি ও চেক রিপাবলিকের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেখানে বলা হয়, “হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পিটার ফিয়ালাকে ধন্যবাদ ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর জন্য এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বিপক্ষে ভোট দেওয়ার জন্য। ”

তবে বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।