এবার প্রকাশ্যে পরীমনির কন্যা : ভিডিও ভাইরাল

Posted by on in বিনোদন 0
1st Image

কিছুদিন আগে একটি কন্যাসন্তান দত্তক নেয়ার ঘোষণা দিলেও তার ছবি প্রকাশ্যে আনেনেনি চিত্রনায়িকা পরীমণি এবং এ বিষয়ে কোন তথ্যও দেয়নি তিনি। কিন্তু গত ১২ মে রবিবার মা দিবসে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়ে তার দত্তককৃত ছোট্ট শিশুকন্যা প্রিয়মকে প্রকাশ্যে আনেন। ভিডিওতে দেখা যায় ছোট বোন প্রিয়মকে কাছে পেয়ে আদর করছে তার ভাই পুণ্য।