আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

ঝড়বৃষ্টি শেষে আবারো ফিরতে শুরু করেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (১৪ মে)  আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সারা দেশে আগামী কয়েক দিন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।  তার সাথে ৭ জেলার ‍উপর দিয়ে প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও আশঙ্কা আবহাওয়া অফিসের।

তাছাড়া পূর্বাভাসেও আগামী ৩ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়। আজ মঙ্গলবার এবং আগামীকাল (১৫ মে) বুধবার দিনের তাপমাত্রা সামান্য অথবা ১-২ ডিগ্রি বাড়তে পারে। সেই সাথে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ দিন অব্যাহত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এরই মধ্যে পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৩ মে) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।