ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে শুনানি, নতুন যুক্ত আরো ৩ দেশ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত জানুয়ারিতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে গণহত্যার অভিযোগে মামলা করে। যেটি  এখনো চলমান। কিন্তু রাফায় অভিযান ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ হয়নি ইসরায়েলের। গাজার উত্তরে ‘ইভাকুয়েটিং জোন’ এবং জাবালিয়ার আশ্রয়কেন্দ্রগুলো ঘিরে রেখেছে ইসরাইলি ট্যাংক, বুলডোজার এবং সাঁজোয়া গাড়ি।

যার ফলে রাফায় ইসরাইলের হামলার জবাবে নতুন করে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আবেদন জানিয়েছে। এই মামলায় আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে মিশর, তুরস্ক ও কলম্বিয়া। এই আবেদনের ওপর শুনানি হবে বৃহস্পতি ও শুক্রবার। আদালতকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এ অবস্থায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইল যে সামরিক অভিযান চালাচ্ছে তা গণহত্যা। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে পদদলিত করছে ইসরাইল। রাফায় তাদের আগ্রাসন বন্ধে আরও একবার ব্যর্থ হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা। 

৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭৯ হাজার ৬১ জন।