মালেশিয়ায় আটক ১১ বাংলাদেশি

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

মালেশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে দুইদিন অভিযান চালিয়ে ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে রয়েছে মধ্যে রয়েছেন ১১ বাংলাদেশি।

গত মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০০ জন অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর তাদের মধ্য থেকে আইন ভাঙার জন্য অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল বুধবার (১৫ মে) নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

জানা যায়, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। 

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান জানান, আটকদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে ।