ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত বৃহস্পতিবার (১৬ মে) বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে জোটের রাষ্ট্র প্রধানরা গাজাসহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে ।

সম্মেলনের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, “ যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ২২ দেশের এই জোট ‘মানামা ঘোষণা’ থেকে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছি”

তাছাড়াও জোটটি বিবৃতিতে, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে শুধুমাত্র পিএলওকে স্বীকৃতি দেয়ার কথা জানায় এবং ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে আসার আহ্বানও জানায়। 

তবে দখলদার ইসরায়েল দ্বিরাষ্ট্র নীতিও এখন আর মানছে না। ফলে গাজাসহ অন্যান্য জায়গায় বেশ কয়েকটি দল কয়েক দশক ধরে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে।

 

সূত্র: আল আরাবিয়া