লাঠিসোটা হাতে সড়কে অটোরিকশা ও ইজিবাইকচালকরা, পুলিশ মোতায়েন
আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকরা। তাদের দাবি কোনো শর্ত ছাড়া তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।
মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না তারা। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে ধাওয়া দিচ্ছেন চালকেরা। ফলে এক পর্যায়ে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।