ইরানের প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান আর নেই

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহের নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন যে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের থাকা সব কর্মকর্তারা মারা গেছেন। চিকিৎসকরাও দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রইসিসহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্ত‍া।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে সাথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সাথে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রইসি। সেখান থেকে বাকী দুই হেলিকপ্টার ফিরলেও ইব্রাহিম রইসিকে বহন করা করা হেলিকপ্টার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়।

destroyed_helicopter