দেশে টর্নেডোর আঘাত, লন্ডভন্ড হলো শতাধিক ঘরবাড়ি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গতকাল রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী ও জয়াখালী এলাকায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঘটনায় উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনা সম্পর্কে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। এ সময় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। মুহূর্তে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে যায়।

ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যাপারে পজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ জানান, ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।