নেই বিদ‍্যুৎ সংযোগ, তবুও ৬ মাসের বকেয়া বিল পরিশোধের নোটিশ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

পল্লী বিদ‍্যুতের গ্রাহক না হলেও ছয় মাসের বকেয়া বিল দেখিয়ে তা পরিশোধের নোটিশ দিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভুরুঙ্গামারী জোনাল অফিস। নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের বাসিন্দা দিনমজুর হবির আলী। বকেয়া না থাকার পরও একই এলাকার আরো কয়েকজনকে বকেয়া পরিশোধের নোটিশ দিয়েছে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

শুধু তাই নয়, নোটিশ পাওয়ার পর অতিদ্রুত বিল পরিশোধ না করলে ওই দিনমজুরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এমনকাণ্ডে বিপাকে পড়েছেন ভুক্তভোগী। হবির আলীর পাশাপাশি একই এলাকার আমিনুল ইসলাম, ফয়েজউদ্দিন, শিপন মিয়া, আমিনুর রহমান‌, রজব আলী ও আজাদুল হকের নামেও বকেয়া পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে।

গ্রাহককে দেওয়া নোটিশের কপিতে বলা হয়েছে, রেকর্ডপত্র অনুযায়ী ০৯/১০/২০২১ তারিখে বকেয়ার কারণে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এমতাবস্থায় অত্র নোটিশ প্রাপ্তির পর অতিসত্বর বকেয়া পরিশোধ ও পুনঃসংযোগ গ্রহণ করার জন্য বলা হলো। অন্যথায় উক্ত বকেয়া আদায়ের জন্য সরকারের বিদ্যুৎ আইন ও পিডিআর অ্যাক্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অথচ দিনমজুর  হবির আলীর কোনো বিদ্যুৎ সংযোগ বা মিটার নেই। ৬ মাসের বকেয়া বাবদ ১ হাজার ৯৫১ টাকা দেখিয়ে  পরিশোধের নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুৎ। হাবির আলী বলেন, আমি বিদ‍্যুৎ অফিসে গিয়েছি কিন্তু কোনো সমাধান হয়নি।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ভুরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি বিলিং সহকারীকে যাচাই করতে বলেছি। 

যদি নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের নামে সংযোগ না থেকে থাকে তাহলে এমন নোটিশ জারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।