ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গতিপথ সম্পর্কে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
চলতি বছরের এপ্রিলজুড়েই ছিল প্রচণ্ড গরমের পর মে মাসের শুরু থেকে বিভিন্ন এলাকায় টাকা বৃষ্টি থাকলেও আবার শুরু হয় তাপপ্রবাহ। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টির প্রবণতাও।
ঘূর্ণিঝড় সম্পর্কে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এটি কোন দিক দিয়ে যাবে, এখনো পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। তবে আগামীকাল বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে।
তাছাড়া আজ আবহাওয়া সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় সারা দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।