রাজধানীর বাড্ডা থেকে ৬৫ হাতবোমাসহ আটক ৩ জন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গতকাল বুধবার (২২ মে) রাতে অভিযান চালিয়ে কারখানা থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। । এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন। অতপর বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে শুরু হয় অভিযান।

এ বিষয়ে অভিযানের আগে লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছিলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

অভিযান শেষে র‌্যাবের পরিচালক জানান, আমাদেরে ধারণা চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তবে এ বিষয়ে তদন্ত চলছে।