ফেব্রুয়ারি নয়, ডিসেম্বর থেকে ৫ ঘন্টায় হবে এসএসসি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

নতুন শিক্ষাক্রম ফেব্রুয়ারি বদলে ডিসেম্বর মাস থেকে শুরু হবে এসএসসি।  শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। যেখানে পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে- এর মধ্যে চূড়ান্ত করা হচ্ছে এই পরীক্ষা পদ্ধতি।  তবে পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকী অন্য কোন নাম হবে তা এখনো চূড়ান্ত হয়নি। 

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষা সময় বাড়ার পাশাপাশি পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে। সব কিছু আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত না। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।

এর আগে মূল্যায়ন কমিটির সুপারিশের বলা হয়, নতুন শিক্ষাক্রমে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। এই পাবলিক পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা।

আরও বলা হয় এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণির বিষয়ের ওপর। শ্রেণিতে মোট ১০টি বিষয় যথা: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি পড়বে শিক্ষার্থীরা।