Copa America 2024 (কোপা আমেরিকা ২০২৪) এর সময়সূচি

By MD Alim

Updated on:

আগামী ২০ শে জুন (বাংলাদেশ সময় ২১ জুন) থেকে শুরু হচ্ছে ফুটবলের মেগা ইভেন্ট কোপা আমেরিকা ২০২৪। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Euro 2024 (ইউরো ২০২৪) এর সময়সূচি

১৯১৬ সালে শুরু হওয়া কোপা আমেরিকা বিশ্বের প্রাচীনতম অপারেশনাল মহাদেশীয় টুর্নামেন্ট। বছরের পর বছর ধরে দক্ষিণ আমেরিকা আয়োজন করে এসেছে। তবে গত বছর অবশ্য উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ (CONCACAF), কনমেবলের  সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করে। এবারের কোপা আমেরিকা আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই প্রতিযোগিতাটি ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্বসূচনা হিসেবেও কাজ করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর সাথে যৌথভাবে আয়োজন করবে। ২৬ দিনের এই আসরে মোট ১৬ টি দলের মধ্যে লাতিন আমেরিকা থেকে ১০ দল এবং কনকাকাফ অঞ্চল থেকে ছয়টি দল অংশগ্রহণ করবে।

কনমেবল ও কনকাকাফের দলগুলো হলো-

কনমেবল (CONMEBOL)১। আর্জেন্টিনা  ২। বলিভিয়া  ৩। ব্রাজিল  ৪। চিলি  ৫। কলম্বিয়া  ৬। ইকুয়েডর  ৭। প্যারাগুয়ে  ৮। পেরু  ৯। উরুগুয়ে  ১০। ভেনেজুয়েলা
কনকাকাফ (CONCACAF)১। জ্যামাইকা  ২। মেক্সিকো  ৩। পানামা  ৪। মার্কিন যুক্তরাষ্ট্র  ৫। কানাডা (প্লে-অফে বিজয়ী)  ৬। কোস্টা রিকা (প্লে-অফে বিজয়ী)

উদ্বোধনী আসরের পর থেকে এপর্যন্ত ৪৭টি আসরে সর্বমোট ৮টি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে।

দল অনুযায়ী কোপা আমেরিকার পরিসংখ্যান নিচে দেয়া হলো-

দলচ্যাম্পিয়নরানার-আপ
আর্জেন্টিনা১৫ বার(১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১)১৪ বার
(১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৯, ১৯৬৭, ২০০৪, ২০০৭, ২০১৫, ২০১৬)
উরুগুয়ে১৫ বার 
(১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৫, ২০১১)
৬ বার
(১৯১৯, ১৯২৭, ১৯৩৯, ১৯৪১, ১৯৮৯, ১৯৯৯)
ব্রাজিল৯ বার
(১৯৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯)
১২ বার
(১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬, ১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৩, ১৯৯১, ১৯৯৫, ২০২১)
প্যারাগুয়ে২ বার
(১৯৫৩, ১৯৭৯)
৬ বার
(১৯২২, ১৯২৯, ১৯৪৭, ১৯৪৯, ১৯৬৩, ২০১১)
চিলি২ বার
(২০১৫, ২০১৬)
৪ বার
(১৯৫৫, ১৯৫৬, ১৯৭৯, ১৯৮৭)
পেরু২ বার
(১৯৩৯, ১৯৭৫)
১ বার
(২০১৯)
কলম্বিয়া১ বার
(২০০১)
১ বার
(১৯৭৫)
বলিভিয়া১ বার
(১৯৬৩)
১ বার
(১৯৯৭)
মেক্সিকো২ বার
(১৯৯৩, ২০০১)

Euro 2024 (ইউরো ২০২৪) এর সময়সূচি

২০২৪ সালের কোপা আমেরিকায় মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল। 

দলসমূহ (গ্রুপ অনুযায়ী)

Group A(গ্রুপ এ)Group B(গ্রুপ বি)Group C(গ্রুপ সি)Group D(গ্রুপ ডি)
Argentina(আর্জেন্টিনা )Mexico(মেক্সিকো)United States(মার্কিন যুক্তরাষ্ট্র)Brazil(ব্রাজিল)
Peru(পেরু )Ecuador(ইকুয়েডর)Uruguay(উরুগুয়ে)Colombia(কলম্বিয়া)
Chile(চিলি )Venezuela(ভেনেজুয়েলা)Panama(পানামা)Paraguay(প্যারাগুয়ে)
Canada(কানাডা)Jamaica(জ্যামাইকা)Bolivia(বলিভিয়া)Costa Rica(কোস্টা রিকা)

কোপা আমেরিকা ২০২৪ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ টি  শহরে। এই আসরের উদ্বোধনী ম্যাচটি জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নিচে কোপা আমেরিকা ২০২৪ এর ভেন্যু তালিকা এবং দর্শক ধারণক্ষমতা দেওয়া হলো-

Stadiums Name(স্টেডিয়ামের নাম)City, State(শহর, রাজ্য)Capacity(দর্শক ধারণক্ষমতা)
MetLife Stadium(মেটলাইফ স্টেডিয়াম)East Rutherford, New Jersey(পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি)৮২,৫৬৬ জন 
AT&T Stadium(এটি অ্যান্ড টি স্টেডিয়াম)Arlington, Texas(আর্লিংটন, টেক্সাস)৮০,০০০ জন 
Arrowhead Stadium(অ্যারোহেড স্টেডিয়াম)Kansas City, Missouri(ক্যানসাস সিটি, মিসৌরি)৭৬,৪১৬ জন 
Bank of America Stadium(ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম)Charlotte, North Carolina(শার্লট, নর্থ ক্যারোলাইনা)৭৪,৮৬৭ জন 
NRG Stadium(এনআরজি স্টেডিয়াম)Houston, Texas(হিউস্টন, টেক্সাস)৭২,২২০ জন 
Mercedes-Benz Stadium(মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)Atlanta, Georgia(আটলান্টা, জর্জিয়া)৭১,০০০ জন 
SoFi Stadium(সোফাই স্টেডিয়াম)Inglewood, California(ইঙ্গলউড, ক্যালিফোর্নিয়া)৭০,২৪০ জন 
Levi’s Stadium(লিভাই’স স্টেডিয়াম)Santa Clara, California(সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া)৬৮,৫০০ জন 
Hard Rock Stadium(হার্ড রক স্টেডিয়াম)Miami Gardens, Florida(মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা)৬৪,৭৬৭ জন 
State Farm Stadium(স্টেট ফার্ম স্টেডিয়াম)Glendale, Arizona(গ্লেনডেল, অ্যারিজোনা)৬৩,৪০০০ জন 
Allegiant Stadium(অ্যালিজেন্ট স্টেডিয়াম)Las Vegas, Nevada(লাস ভেগাস, নেভাডা)৬১,০০০ জন 
Inter&Co Stadium(ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়াম)Orlando, Florida(অরল্যান্ডো, ফ্লোরিডা)২৫,৫০০ জন 
Q2 Stadium(কিউ২ স্টেডিয়াম)Austin, Texas(অস্টিন, টেক্সাস)২০,৭৩৮ জন 
Children’s Mercy Park(চিলড্রেন’স মার্সি পার্ক)Kansas City, Kansas(ক্যানসাস সিটি, ক্যানসাস)১৮,৪৬৭ জন 

Euro 2024 (ইউরো ২০২৪) এর সময়সূচি

বাংলাদেশ সময়ে ২১ জুন সকাল ৬ টা থেকে শুরু হবে কোপা আমেরিকার ৪৮ তম আসরের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গতবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। রানার্স আপ হয়েছিল চিলি। দুইটি দলই এবার গ্রুপ এ-তে রয়েছে। আর্জেন্টিনার গ্রুপে চিলি ছাড়া খুব একটা কঠিন দল নেই। ফলে পরের রাউন্ডে যেতে মেসিদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। অপরদিকে, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। শুধু কোস্টারিকা বা হন্ডুরাস কিছুটা সহজ। তবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয়। Copa America 2024 Schedule সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-

Copa America 2024 Schedule | কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি

বাংলাদেশ সময় (UTC +06:00)

Match #DateTimeMatchVenue
Group Stage (গ্রুপ পর্যায়)
1June 2106:00 AM(সকাল ৬ টা)Argentina VS Canada(আর্জেন্টিনা বনাম কানাডা)Atlanta, Georgia(আটলান্টা, জর্জিয়া)
2June 2206:00 AM(সকাল ৬ টা)Peru VS Chile(পেরু বনাম চিলি)Arlington, Texas(আর্লিংটন, টেক্সাস)
3June 2307:00 AM(সকাল ৭ টা)  Mexico VS Jamaica(মেক্সিকো বনাম জ্যামাইকা)Houston, Texas(হিউস্টন, টেক্সাস)
404:00 AM(ভোর ৪ টা)Ecuador VS Venezuela(ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা)Santa Clara, California(সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া)
5June 2404:00 AM(ভোর ৪ টা)United States VS Bolivia(মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া)Arlington, Texas(আর্লিংটন, টেক্সাস)
607:00 AM(সকাল ৭ টা) Uruguay VS Panama(উরুগুয়ে বনাম পানামা)Miami Gardens, Florida(মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা)
7June 2507:00 AM(সকাল ৭ টা)  Brazil VS Costa Rica(ব্রাজিল VS কোস্টা রিকা)Inglewood, California(ইঙ্গলউড, ক্যালিফোর্নিয়া)
804:00 AM(ভোর ৪ টা)Colombia VS Paraguay(কলম্বিয়া বনাম প্যারাগুয়ে)Houston, Texas(হিউস্টন, টেক্সাস)
9June 2607:00 AM(সকাল ৭ টা) Chile VS Argentina(চিলি বনাম আর্জেন্টিনা)East Rutherford, New Jersey(পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি)
1004:00 AM(ভোর ৪ টা)Peru VS Canada(পেরু বনাম কানাডা)Kansas City, Kansas(ক্যানসাস সিটি, ক্যানসাস)
11June 2707:00 AM(সকাল ৭ টা)  Venezuela VS Mexico(ভেনেজুয়েলা বনাম মেক্সিকো)Inglewood, California(ইঙ্গলউড, ক্যালিফোর্নিয়া)
1204:00 AM(ভোর ৪ টা)Ecuador VS Jamaica(ইকুয়েডর বনাম জ্যামাইকা)Las Vegas, Nevada(লাস ভেগাস, নেভাডা)
13June 2804:00 AM(ভোর ৪ টা)Panama VS United States(পানামা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র)Atlanta, Georgia(আটলান্টা, জর্জিয়া)
1407:00 AM(সকাল ৭ টা)  Uruguay VS Bolivia(উরুগুয়ে বনাম বলিভিয়া)East Rutherford, New Jersey(পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি)
15June 2907:00 AM(সকাল ৭ টা) Paraguay VS Brazil(প্যারাগুয়ে VS ব্রাজিল)Las Vegas, Nevada(লাস ভেগাস, নেভাডা)
1604:00 AM(ভোর ৪ টা)Colombia VS Costa Rica(কলম্বিয়া বনাম কোস্টারিকা)Glendale, Arizona(গ্লেনডেল, অ্যারিজোনা)
17June 3006:00 AM(সকাল ৬ টা)Argentina VS Peru(আর্জেন্টিনা বনাম পেরু)Miami Gardens, Florida(মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা)
1806:00 AM(সকাল ৬ টা)Canada VS Chile(কানাডা বনাম চিলি)Orlando, Florida(অরল্যান্ডো, ফ্লোরিডা)
19July 106:00 AM(সকাল ৬ টা)Mexico VS Ecuador(মেক্সিকো বনাম ইকুয়েডর)Glendale, Arizona(গ্লেনডেল, অ্যারিজোনা)
2006:00 AM(সকাল ৬ টা)Jamaica VS Venezuela(জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা)Austin, Texas(অস্টিন, টেক্সাস)
21July 207:00 AM(সকাল ৭ টা) United States VS Uruguay(মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে)Kansas City, Missouri(ক্যানসাস সিটি, মিসৌরি)
2207:00 AM(সকাল ৭ টা) Bolivia VS Panama(বলিভিয়া বনাম পানামা)Orlando, Florida(অরল্যান্ডো, ফ্লোরিডা)
23July 307:00 AM(সকাল ৭ টা) Brazil VS Colombia(ব্রাজিল বনাম কলম্বিয়া)Santa Clara, California(সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া)
2407:00 AM(সকাল ৭ টা) Costa Rica VS Paraguay(কোস্টারিকা বনাম প্যারাগুয়ে)Austin, Texas(অস্টিন, টেক্সাস)
Quarter-finals (কোয়ার্টার-ফাইনাল)
25July 507:00 AM(সকাল ৭ টা) Argentina VS Ecuador(আর্জেন্টিনা বনাম ইকুয়েডর)Houston, Texas(হিউস্টন, টেক্সাস)
26July 607:00 AM(সকাল ৭ টা) Venezuela VS Canada(ভেনিজুয়েলা বনাম কানাডা )Arlington, Texas(আর্লিংটন, টেক্সাস)
27July 704:00 AM(ভোর ৪ টা)Colombia VS Panama(কলম্বিয়া বনাম পানামা)Las Vegas, Nevada(লাস ভেগাস, নেভাডা)
28July 707:00 AM(সকাল ৭ টা) Uruguay VS Brazil(উরুগুয়ে বনাম ব্রাজিল)Glendale, Arizona(গ্লেনডেল, অ্যারিজোনা)
 Semi-finals (সেমি-ফাইনাল)
29July 1006:00 AM(সকাল ৬ টা)Argentina VS Canada(আর্জেন্টিনা বনাম কানাডা)East Rutherford, New Jersey(পূর্ব রাদারফোর্ড, নিউ জার্সি)
30July 1106:00 AM(সকাল ৬ টা)Colombia VS Uruguay (কলম্বিয়া বনাম উরুগুয়ে)Charlotte, North Carolina(শার্লট, নর্থ ক্যারোলাইনা)
 Third place play-off (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ)
31July 1406:00 AM(সকাল ৬ টা)Canada VS Uruguay(কানাডা বনাম উরুগুয়ে)Charlotte, North Carolina(শার্লট, নর্থ ক্যারোলাইনা)
Final (ফাইনাল)
32July 1506:00 AM(সকাল ৬ টা)Argentina VS Colombia(আর্জেন্টিনা বনাম কলম্বিয়া)Miami Gardens, Florida(মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা)

বাংলাদেশ থেকে কোপা আমেরিকা ২০২৪ দেখবেন যেভাবে-

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেল এবারের কোপা আমেরিকা লাইভ সম্প্রচার করবে। জানা গেছে দেশের একমাত্র বেসরকারি স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস (T-Sports) কোপা আমেরিকা ২০২৪ এর লাইভ সম্প্রচার করবে।

Leave a Comment