বয়কটে দেউলিয়া হলো বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ
সাধারণ মানুষের বয়কটে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রেস্তোরাঁ চেইন রেড লবস্টার দেউলিয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি। মধ্যবিত্ত মার্কিনিদের হাতে সুলভ দামে সাগরের সুস্বাদু গলদা চিংড়ি তুলে দেওয়ার জন্য বিখ্যাত ছিল রেড লবস্টার। সেই সাথে বিক্রি হতো কোকোকোলা, পেপসি, কে এফসির পণ্য।
কিন্তু বিশ্বজুড়ে এসব পণ্য বয়কটের হিড়িক চলায় প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ঋণের বিশাল বোঝার চাপে শেষ পর্যন্ত ব্যবসাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রথমে বয়কট ও নানা কারণে বাড়তে থাকে লোকসান। তারপর বন্ধ হতে থাকে একের পর এক শাখা। এর পরও চেষ্টা করেছিল কর্তৃপক্ষ কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত দেউলিয়াত্বের আবেদন করে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।