এসএসসিতে ফেল হলেও ভর্তি হওয়া যাবে কলেজে

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আগামী ২০২৬ সাল  আসছে নতুন শিক্ষাক্রমে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশে ভর্তির সুযোগ রাখা হচ্ছে বলে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে জানা যায়। ২০২৬ সাল থেকে নতুন এই শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা ও ২০২৭ সাল থেকে একাদশ শ্রেণিতে শুরু হবে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ এই প্রতিবেদনটি মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে। পরবর্তী এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনটিতে বলা হয়, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেওয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক – শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য, আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক।

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং সর্বশেষ ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এ শিক্ষাক্রম চালু হবে।

তবে নতুন শিক্ষাক্রমে পরীক্ষার নাম অপরিবর্তিত থাকবে এবং পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৬ সাল থেকে বোর্ডগুলোর নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার পরিকল্পনা করছে।