হিন্দু-মুসলিম বিবাহ নিয়ে ভারতীয় হাইকোর্টের রায়

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ভারত-বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু-মুসলিম তরুণ-তরুণীদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে সম্পর্ক অনেক দিন গড়িয়ে গেলে তখন আসে বিয়ের প্রসঙ্গ। কিন্তু  হিন্দু-মুসলিম বিয়ে হতে পারে না। ইসলামে মুসলিম অথবা  আহলে কিতাবের অনুসারী ছাড়া কাউকে বিয়ে করা যায় না।

তাই এবার এ প্রসঙ্গ নিয়ে হিন্দু-মুসলিম বিয়ের বিপক্ষে রায় দিয়েছেন ভারতীয় হাইকোর্ট। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট জানায়, হিন্দু নারী এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয়। ইসলামি আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেয়া হয়নি। ফলে ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিবাহের স্বীকৃতিতে সম্মতি দেয়নি আদালত।

একটি মামলায় হিন্দু-মুসলিম বিবাহের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয় আদালতে মামলাকারীরা জানান, বিশেষ বিবাহ আইনে তারা বিয়ে করতে চান। কিন্তু দু’জনের কেউ এই বিয়ের কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করতে চান না।  মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলে ইসলামি আইন সে ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, ব্যক্তিগত আইনে কোনো বিষয়ে নিষেধ থাকলে বিশেষ বিবাহ আইন প্রযুক্ত হতে পারে না। ফলে আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদন খারিজ করে দেয় আদালত।