কন্যাকুমারীতে ধ্যান করছে মোদি, কেন এবং কী করবেন সেখানে?

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

কন্যাকুমারীতে সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন তিনি। কন্যাকুমারী হলো ভারতের সবচেয়ে দক্ষিণ প্রান্ত। জানা যায়, সেখানে  বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন তিনি। এক ভিডিওতে তাকে তাকে গেরুয়া কুর্তা এবং গামছা গায়ে দেখা যায়।

বৃহস্পতিবার কন্যাকুমারী পৌঁছেছেন মোদি। কন্যাকুমারী পৌঁছে তিনি ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা করেন ও পুজো দেন। লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর, মোদি প্রতিবারই আধ্যাত্মিক যাত্রায় যান। প্রায় ১৩১ বছর আগে সেখানে ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর থেকে জানা যায়, ধ্যানমগ্ন থাকার সময় ডায়েটে থাকছে মোদি:সেখানে ডাবের পানি, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার খাবেন। ৪৫ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি। কারো সঙ্গে কোন কথা না বলে মৌনব্রত পালন করবেন।

উল্লেখ্য যে  কন্যাকুমারীতে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়। তাছাড়াও এখানে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। তার সমর্থকদের ধারণা কন্যাকুমারীতে গিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।