কাছে না থাকলেও ফোনের অ্যাপ ডিলিট করবেন যেভাবে

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

প্রয়োজনে বা সতর্কতা অবলম্বনে যে কোন সময় ফোনের অ্যাপ ডিলিট করার প্রয়োজন হতে পারে। কারো থেকে তথ্য গোপন বা চুরি হওয়া ফোনের তথ্য মুছে দিতে ফোনের অ্যাপ ডিলিট করার প্রয়োজনের কথা মাথায় আসে আমাদের সকলেরই। কিন্তু পদ্ধতি থাকা সত্বেও না জানার কারণে আমরা এই ফিচারটি ব্যবহার করতে পারিনা। তাই আজকে আমরা জানবো কীভাবে ফোনের সফটওয়্যার দূর থেকে ডিলিট করা যায় নিমিষেই।

১. প্রথমে যে ফোনের অ্যাপ আন-ইনস্টল করতে চাই সে ফোনের গুগল অ্যাকাউন্ট দিয়ে প্লে-স্টোরে লগইন করতে হবে।

২. তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।

৩. এবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ট্যাপ করুন।

৪. একাধিক ডিভাইস লগইন করা থাকলে যে ডিভাইসটি থেকে মুছে ফেলতে চান সেটা সিলেক্ট করুন।

৫. তারপর আনইনস্টল বাটনে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে।