এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানো হবে। বলা হয় আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। বিষয়টি ছড়িয়ে পড়লে নজরে আসে শিক্ষা মন্ত্রণালয়ের।

এ বিষয়ে গতকাল শুক্রবার (৩১ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, যে বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়েছে তা ভুয়া। পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। সর্বশেষ ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হয় সে বিষয়ে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। তবে শীঘ্রই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে।