ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দেখে মাথায় হাত দর্শকদের

Posted by on in খেলা 0
1st Image

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উৎসাহ কম নয়। বিশেষ করে  আমেরিকায় এই দুই দেশের অসংখ্য মানুষ থাকেন। ফলে এই ম্যাচ দেখার জন্য টিকিট খুঁজে অনেকেই। কিন্তু টিকেটের দাম দেখে মাথায় হাত পড়ে দর্শকদের। ৯ই জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। নাসাউ কাউন্টির মাঠে ৩৪ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। যেখানে একটু ভালো করে খেলা দেখার জন্য প্রতিজনকে গুনতে হবে প্রায় সাড়ে ৮ লাখ টাকা! 

যত দিন এগোচ্ছে, তত টিকিটের দাম বাড়ছে।  কিছুদিন আগেও ভারতীয় ক্রিকেট সংগঠক ললিত মোদি অভিযোগ করেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম নিয়ে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল মেলবোর্নে। সেখানে প্রায় ৯৬ হাজার দর্শক একসাথে মাঠে খেলা দেখতে পেরেছেন।

গতবারের তুলনায় এবার আসন সংখ্যা কম। তাই আসনের ভিত্তিতে আইসিসি’র ওয়েবসাইটে সব ম্যাচের জন্য ছয় ধরনের টিকিট রয়েছে। ব্যতিক্রম ভারত-পাকিস্তান। সেই ম্যাচের জন্য রয়েছে তিন ধরনের টিকিট। সবচেয়ে বেশি যে টিকিটের দাম, সেটির দাম ১০ হাজার ডলার, অর্থাৎ ৮ লক্ষ ৩৪ হাজার ৩২৩ টাকা। তার পরের টিকিটের দাম ২৭৫০ ডলার, অর্থাৎ ২ লক্ষ ২৯ হাজার ৪১৩ টাকা। তার পরেরটা ২৫০০ ডলার, অর্থাৎ ২ লক্ষ ৮ হাজার ৫৮৫ টাকা। 

দক্ষিণ এশিয়ায় ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। সেখানকার বহু মানুষ আমেরিকায় থাকেন। তাই বিশ্বকাপ সামনে রেখে সমর্থকদের প্রতি আর্জি জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নাকভি।