যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলে জোট ত্যাগের হুমকি দুই মন্ত্রীর
শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাতে সম্মত হলে জোট ত্যাগের হুঁশিয়ারি দেয় ইসরাইলের উগ্র ডানপন্থী জোটের দুই মন্ত্রী। অনলাইন বিবিসি থেকে জানা যায়, ইসরাইলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যে হামাসকে নির্মুল করার আগে তারা যুদ্ধবিরতির যেকোনো চুক্তির বিরোধী। তারা আরও বলেন, সকল জিম্মির মুক্তি নিশ্চিত না করে যদি নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হন তাহলে তারা জোট ত্যাগ করবেন।
এদিকে আবার পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন করেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন। তবে গাজায় হামাসের শক্তি পুরোপুরি শেষ না হলে এবং সকল জিম্মিদের মুক্তি না দিলে কোনোধরণের যুদ্ধবিরতির আলোচনায় যাবেনা বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
উল্লেখ্য যে, নেতানিয়াহুর ডানপন্থী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরীক দল হচ্ছে বেন-গভিরের ওটজমা ইয়েহুদিত পার্টির (ইহুদি শক্তি) এবং স্মোট্রিচের ধর্মীয় জাঢেনিজম পাটি। ফলে ক্ষমতা ধরে রাখতে ওই দুই জোটে থাকা এ দুই শরীকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।