শরীফুলের হাতে ৬ সেলাই, কী হবে শ্রীলঙ্কার ম্যাচের?

Posted by on in খেলা 0
1st Image

মূল বিশ্বকাপ শুরুর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ৫ উইকেটে তোলা ১৮২ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে করেছে মাত্র ১২২ রান।  ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ হারার চেয়েও বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের চোট। নিজের শেষ ওভারে  হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরীফুল। ফলে আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে।

ঘটনার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছিলেন, ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। ‘সে এখনো পর্যবেক্ষণে আছে। এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে।’ 

কিন্তু অন্যদিকে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী  বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’ উক্তে বার্তার পর আসন্ন ম্যাচ নিয়ে উদ্বেগে আছে তার টিমের সকলে।