খালি চোখে এক সারিতে দেখা যাবে সৌরজগতের ৬টি গ্রহ!
মহাকাশে এক সারিতে আসবে সৌরজগতের ৬টি গ্রহ। মহাজাগতিক এই দৃশ্য খালি চোখেই দেখতে পাবেন বেশিরভাগ মানুষ। এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে মহাজাগতিক পরিভাষায় তাকে বলে ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের ৬টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। এক সারিতে তাদের অবস্থান দেখা যাবে পৃথিবী থেকে। বাংলাদেশ থেকেও দেখা যাবে ওই দৃশ্য। প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি।
৩ জুন থেকে আকাশে এ দৃশ্য দেখা যেতে পারে। গ্রহগুলো আসলে একে অপরের কাছাকাছি চলে আসেনা বরং পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতে রয়েছে বলে মনে হয়। ওই সময়ে আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নিচে দেখা যাবে লাল আভাযুক্ত মঙ্গল গ্রহকে। পূর্ব দিগন্ত থেকে ১০ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। তবে ইউরেনাস এবং নেপচুনকে খালি চোখে দেখা যাবেনা।
আবহাওয়া খারাপ অথবা আকাশে মেঘ না থাকলে সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলো পূর্ব দিকে দৃশ্যমান হবে এবং ৩ জুন থেকে অন্তত এক সপ্তাহ তা দেখতে পাবেন মহাকাশ বিষয়ে উৎসাহীরা।