ভারতে লোকসভা নির্বাচনের ফল জানতে টেলিভিশনের পর্দায় চোখ আটকে আছে কোটি কোটি মানুষের। আজ সকালে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ এগিয়ে আছে।
এদিকে ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস নেমেছে শেয়ার বাজারে। জানা গেছে ২ শতাংশ কমেছে নিফটিও এবং বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গেছে সেনসেক্সের সূচক।
প্রাথমিক ফলাফলে এই মুহূর্তে এনডিএ জোট এগিয়ে আছে ২৭৯ আসনে। আবার রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২১২ আসনে। এই হাড্ডাহাড্ডি টক্করে কে জিতবে তা এখই বলা যাচ্ছেনা। এমন পরিস্থিতির ইঙ্গিত মিলতেই এমন ধস নেমেছে শেয়ার বাজারে।