পদত্যাগ করছেন পিটার হাস!

Posted by on in বাংলাদেশ 0
1st Image

ঢাকায় দায়িত্বরত পেশাদার কূটনীতিক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস পেশা বদল করতে চলেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পিটার ডি হাস ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খুব সম্ভব ঢাকায় থাকা অবস্থাতেই তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন  এবং আগামী দুই মাসের মধ্যেই তার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা যায়, প্রাইভেট সার্ভিসের কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন তিনি। পিটার পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ডেভিড স্লেটন মিল।

তার অতীত সম্পর্কে জানা যায়, তিনি ২০২২ সনের ১৫ই মার্চ ঢাকায় আসেন। অতপর গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা  অবস্থান তুলে ধরেন।  এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয় এমন কী সরকারের তরফে তার নিরাপত্তা স্কোয়াড থেকে পুলিশ প্রত্যাহার করা হয়। একপর্যায়ে তার প্রাণনাশের হুমকিও আসে।

কূটনৈতিক পেশায় দক্ষতার পরিচয় রাখা পিটার ডি হাস বর্তমানে চীনে রয়েছেন। পিটার হাস সহ  ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বেশিরভাগ কূটনীতিক দেশে ফিরে যাচ্ছেন। তবে আগামী বছরের শুরুতে একঝাঁক নতুন এবং অভিজ্ঞ কূটনীতিক ঢাকায় যোগ দেবেন।