আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাব: দেব
মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। নির্বাচনে এবারও নিজ আসনে জিতলেন অভিনেতা দেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। আগের থেকে ভোট বেশি পেয়েছেন প্রায় ৭৫ হাজার।
তবে এবার মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে তিনি বলেছিলেন, এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবো। নির্বাচন শেষে জয়ী হয়ে তার প্রতিশ্রুতির কথা সবাইকে মনে করে দিয়ে তিনি বলেন, 'আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব। '
তবে এখন তার প্রতিশ্রুতি কতটা বাস্তবে রুপ নেয় সেদিকেই এখন মনোযোগ সবার।