বিয়ের আয়োজন হলো ক্রূজ জাহাজে, ভাড়া করা হয় ৩২ বিমান

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

চলতি বছরের মার্চে ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রাক-বিবাহ আয়োজন। তার পরপরই এবার ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত বিদেশে হলো তাদের দ্বিতীয় দফার প্রাক-বিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানটি করে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি তার পুত্র অনন্ত আম্বানির জন্য।

 গণমাধ্যমে প্রতিবেদন বলা হয়, এবারের আয়োজন করা হয় ক্রুজ জাহাজে। অতিথিদের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার বিমান। পাশাপাশি বিয়েতে শুধু পার্ফরমারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ১২টি প্রাইভেট জেট ও অন্যান্য অতিথিদের জন্য রাখা হয়েছিল ১৫০ বিলাসবহুল গাড়ি।

জানা যায়, আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়বেন ছোটবেলার দুই বন্ধু অনন্ত ও রাধিকা।

অনুষ্ঠিত প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা, শাহরুখ-সালমান-আমির খানসহ গোটা বলিউড ও ক্রীড়াঙ্গনের তারকারা।