কঙ্গনাকে চড় মারা সেই নারীর জন্য পুরস্কার ঘোষণা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে চড় মারার ঘটনায় অভিযুক্ত সেই নারী নিরাপত্তাকর্মীকে এক লাখ রুপী পুরস্কার ঘোষণা করেছেন শিবরাজ সিং বেইনস নামক এক ব্যবসায়ী। তিনি হলেন পাঞ্জাবের বাসিন্দা। উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাউত এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি পোষ্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে দায়িত্ব পালন করা সিআইএসএফ’র কনস্টেবল কুলিন্দর কৌরের এমন কাজের জন্য তাকে অভিবাদন জানান। এ সময় তিনি পাঞ্জাবের জনগণ ও পাঞ্জাবের সংস্কৃতি রক্ষার জন্য অভিবাদন জানিয়ে সেই নারীকে পুরস্কার ঘোষণা করেন।