দেশে রাত ৯টার পর চাঁদ দেখার ঘোষণা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার রাত ৯টার পর  জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে দেশের চাঁদ দেখা কমিটি। সে অনুযায়ী আগামী ১৭ই জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। 

সাধারণত সন্ধ্যার পরই চাঁদ দেখার তথ্য জানিয়ে দেয়া হয়। কিন্তু এবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক হয়। ফলে সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও পর্যালোচনা করে রাত ৯টার পর সিদ্ধান্ত জানায় কমিটি।

চাঁদ দেখা কমিটির সূত্র থেকে জানা যায়,  শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা যায়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানান।