নিখোঁজের তিন দিন পর নারীর সন্ধান মিললো অজগরের পেটে

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসনের তথ্য মতে নিখোঁজের তিন দিন পর বিশাল আকৃতির অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মৃতদেহ। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফলে ঘটনায় দেশটিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের দক্ষিণাঞ্চলের এলাকা কালেমপাং গ্রামে ফরিদা (৪৫) নামক এক মহিলা চার সন্তানসহ তার স্বামীর সঙ্গে বাস করতেন। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় নেতা সুয়ারদি রোসির তথ্য মতে, গত বৃহস্পতিবার রাতে ফরিদা বাড়ির বাইরে যান। এর পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গ্রামবাসীরা বিষয়টি জানতে পারলে বেশ কিছুক্ষণ খোঁজাখুজি করেও কোন খোঁজ পায়নি। পরের দিন সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে বসতভিটা থেকে কিছুটা দূরে ফরিদার স্বামী তার গৃহস্থালি জিনিস পত্র পড়ে থাকতে দেখলে ঐখানে খোঁজ করে। 

এক পর্যায়ে তারা একটি বিশাল আকৃতির অজগর সাপ আবিষ্কার করেন।  এরপর স্থানীয় প্রশাসনের সহযোগীতায় তারা ওই অজগরটির পেট কেটে ফরিদার মৃতদেহ উদ্ধার করেন। এ সময় ফরিদার শরীরে তার পরনের জামা-কাপড়ও ছিল। এর আগেও এর আগে গত বছর সুলাওয়াসি প্রদেশের তিনাঙ্গেনায় একটি আট মিটার লম্বা অজগরের পেট থেকে একজন কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।