নেতানিয়াহুর সঙ্গে বিরোধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ মন্ত্রীর

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গাজায় ইসরাইলের তীব্র হামলা পরিচালনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী বেনি গানৎস। গত রোববার ইসরাইলের একটি টিভি চ্যানেলের সংবাদ সম্মেলনে  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আল জাজিরার তথ্য মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে ওই মন্ত্রী বলেন, তিনি আমাদের বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাই আমাকে আজ এই জরুরি সরকার ছেড়ে দিতে হচ্ছে। 

গত মাসে ঐ মন্ত্রী নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি গাজা ইস্যুতে নেতানিয়াহু ৮ই জুনের মধ্যে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না দেন তাহলে তিনি পদত্যাগ করবেন। গত আট মাস ধরে গাজায় সংঘাত অব্যহত রাখা নেতানিয়াহুর একটি ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

উক্ত বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছিলেন, এ ধরনের বক্তব্য ইসরাইলের জন্য পরাজয়ের শামিল এবং এ বিষয়কে কেন্দ্র করে তিনি যেন পদত্যাগ না করেন। গত  শনিবার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল গানৎসের। কিন্তু ঐদিন ফিলিস্তিতে অভিযানে ২৮৪জন কে হত্যা করা হয় তাই গত রোববার পদত্যাগের ঘোষণা তিনি।