কিস্তিতে ঘুষ নেয়ার সিদ্ধান্ত নিলো সরকারি কর্মকর্তারা!
দ্রব্যমূল্যের ঊধ্বগতিতে প্রয়োজনীয় অনেক জিনিসকে হাতের নাগালে এনে দিয়েছে ইএমআই বা কিস্তির ব্যবস্থা। কিন্তু এবার কিস্তি নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় ঘুষের টাকা নিতে কিস্তি ব্যবস্থা চালু করেছেন কিছু সরকারি কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়ার এক বরাতে জানানো হয়, ভারতের গুজরাটে ঘুষ নিতে কিছুটা দয়াপরবশ হয়েছেন সরকারি কর্মকর্তারা। সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে এ ব্যবস্থা চালু করেছেন তারা।
সেখানে আরও বলা হয়, ঘুষ দিতে যাতে অসুবিধা না হয় বিশেষ করে যেসকল নাগরিক পিছিয়ে রয়েছেন তাদের জন্য এপদক্ষেপ নেওয়া হয়েছে। টাকার বোঝা হালকা করতে মাসে মাসে টাকা পরিশোধের জন্যই কিছু সরকারি কর্মকর্তাদের এ পদক্ষেপ।
অভিযোগ উঠেছে সাইবার ক্রাইম শাখার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। কিস্তিতে ১০ লাখ টাকা চেয়েছিলেন তিনি এবং উক্ত টাকা চার কিস্তিতে পরিশোধের অফারও করেছিলেন। তাছাড়া গত মাসে এক কৃষকের কাছ থেকে ৮৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত মামলায় তার কাছে একসাথে এতো টাকা না থাকায় মাসে ৩৫ হাজার টাকা করে কিস্তিতে ওই টাকা পরিশোধ করতে বলা হয় তাকে।
টাইমস অব ইন্ডিয়ায় এরকম অন্তত ১০টি ঘটনার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে গুজরাটের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) এর সিনিয়র কর্মকর্তা বলেন, সরকারি সংস্থাগুলোতেও ইএমআই বা কিস্তির পদ্ধতি অনেক অসাধু কর্মকর্তারা অবলম্বন করছেন। এরকম ক্রাইমে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এটি। এ বিষয়ে আমরা সামান্য জানতে পেরেছি এবং কারা কারা এর সাথে যুক্ত আছে তদন্ত চালাচ্ছি ।