পাবজিতে বিশ্বকাপের পথে বাংলাদেশ, পুরষ্কারে থাকছে ২ কোটি টাকা

Posted by on in খেলা 0
1st Image

এবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইস্পোর্টস ওয়ার্ল্ডকাপে পাবজি মোবাইল খেলে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশি দল এওয়ান ইস্পোর্টস। নেপালে ল্যানে চলমান পাবজি মোবাইলের পিএমএসএল স্প্রিং ২০২৪ ইস্পোর্টস টুর্নামেন্টের গ্রুপ স্টেজে ২০ দলের মধ্যে তিন সপ্তাহের তুমুল প্রতিযোগিতা শেষে এওয়ান ই-স্পোর্টস গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ থেকে মোট দুটি দল এখানে অংশগ্রহণ করলেও ফাইনালে জায়গা করে নিয়েছে শুধুমাত্র এওয়ান ইস্পোর্টস।  এবারের দলে রয়েছেন, মোহাম্মদ শাকিল ইনগেম-নেম সিনিস্টার, তাহসিনুল ইসলাম সামী ইনগেম-নেম হিটম্যান, ইমন শেখ ইনগেম-নেম রাউডি, হাসান মাহমুদ ইনগেম-নাম ডেটষ্ট্রম ও সাকায়াত হাবিব ইনগেম- নাম কে নাইন। বাংলাদেশের পাশাপাশি সেখানে অংশগ্রহণ করেছে নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও রাশিয়ার দলের প্লেয়ার।

PMSL CSA ইস্পোর্টস টুর্নামেন্টে ৪টি টিম সরাসরি সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ বছর জুলাই মাসে প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হবে যার সর্বমোট প্রাইজপুল থাকছে বাংলাদেশি টাকায় ২ কোটি টাকা।

২০২০ বাংলাদেশের এই A1 Esports প্রতিষ্ঠিত করেন কাজী আরাফাত হোসেন যা ২০২১ সালে দুবাইতে প্রথমবারের মত পাবজি মোবাইলের নিজস্ব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল।

বাংলাদেশের পাশের দেশগুলো ইস্পোর্টসকে সরকারিভাবে স্বীকৃত দিচ্ছে। মালেশিয়ায় ইস্পোর্টসকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপানের স্কুলে ইস্পোর্টসকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ গেমিং ও ইস্পোর্টস; সিনেমা বা সংগীত ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বড়। ভবিষ্যতেও এটি আরও বড় ইন্ডাস্ট্রিতে রুপান্তরিত হতে যাচ্ছে বলে মনে করে সংশ্লিষ্টরা।