কোকের বিজ্ঞাপন নির্মাতা কাজল আরেফিনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Posted by on in বিনোদন 0
1st Image

গত মঙ্গলবার (১১ জুন) কোকাকোলা বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘Cyber community/সাইবার কমিউনিটি’। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেওয়া।

সাইবার কমিউনিটির দেয়া সেই ফেসবুক স্ট্যাটাসে বলা হয় ‘বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন এই বিষয়ে আপনি জানেন না, ওকে সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল : সে এটা পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না।  বিষয়টা এমন হলো যে- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই’। বিষয়টিতে জীবন এড়িয়ে গেলেও এটাকে সাজানো নাটক বলছে প্রতিষ্ঠানটি।

এ প্রেক্ষিতে নির্মাতা কাজল আরেফিনকে উদ্দেশ্য করে সাইবার কমিউনিটি স্ট্যাটাসে আরও জানায়, এই ঈদে তার নির্মিত আসন্ন ‘Female 4‘ নাটকটিতে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে ’Female 4’ চলতে দেওয়া হবে না। শুধু তাই নয় সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর এ বিষয়ে আল্টিমেটাম দিয়ে প্রতিষ্ঠানটি এদের সবাইকে নিয়ে অবিলম্বে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে।