শুধু কনসার্ট করে ৩ হাজার শিশুর হার্ট সার্জারি
ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে টাকা তুলে সঞ্চয় করে বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি অসহায় শিশুদের হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা করাচ্ছেন তিনি। কনসার্ট থেকে যা উপার্জন করেন তা দিয়ে গরিব শিশুদের পাশে দাঁড়ান এবং অসহায় শিশুদের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা করান।
এ বিষয়ে তিনি জানান, একটি কনসার্টে যা পাই তা দিয়ে ১৩-১৪টি শিশুর চিকিৎসা করাই। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার শিশুর জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। তিনি আরও বলে, এই উদ্যোগে প্রথমে আমি সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছিলাম। এখন এই কাজই আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে দাঁড়িয়েছে। আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যাদের বাবা-মা সার্জারির খরচ বহন করতে পারেন না, আমি তাদের পাশে দাঁড়াই। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য আরও ৪১৩ জন শিশু অপেক্ষায় আছে । শোনা যায়, যখন তার কাছে সিনেমায় প্লে-ব্যাকের কোনো কাজ ছিল না, তখনো তিনি তিনঘণ্টা গান গেয়ে শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতেন।
গত ১১ই জুন এক শিশুর অস্ত্রোপচারের পূর্বে সমাজ মাধ্যমের একটা পোস্টে পলক লিখেন, প্রার্থনা করুন যাতে সবকিছু ঠিকঠাক হয়। পলকের এই পোস্টে মানুষের কমেন্টের বন্যা বয়ে যায়, নেটপাড়ায় অনেকেই তাকে ‘আরও একজন সোনু সুদ’ বলে উল্লেখ করে থকেন।