মুসলিম বিশ্বে ঈদের আনন্দ হলেও গাজায় চলছে বেঁচে থাকার লড়াই
মক্কায় পালিত হচ্ছে পবিত্র হজ। বিশ্বজুড়ে বইছে পবিত্র ঈদুল আযহার আনন্দের ঢেউ। আসন্ন ঈদ ও কুরবানি নিয়ে মুসলিম বিশ্ব যখন উৎসবমুখর তখন ফিলিস্তিনের গাজাবাসীর মধ্যে চলছে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। নেই খাবার, পানি এমন কী একটু থাকার নিরাপদ জায়গাও। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, পরিষ্কার পানি বা পয়ঃনিষ্কাশন সুবিধাবিহীন অবস্থায় গাজার দক্ষিণে আটকে পড়েছেন কমপক্ষে ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ। জাতিসংঘ আরও জানায়, সঙ্কটজনক অবস্থায় পড়েছে পানি। মানুষ অনাহারে মরতে বসেছে।
তার উপর দিয়ে থেমে নেই তাদের ওপর ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা। প্রতিদিনই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। শুক্রবারও তাদের হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৭,২৬৬। এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৮৫,১০২ জন ফিলিস্তিনি। কিন্তু এ হিসাব ও চূড়ান্ত নয় ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়ে আছে যাদেরকে এখনো হিসাবে ধরা হয়নি।