স্কুলে চিতাবাঘের হানা, সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

শুক্রবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ভারতীয় এক কর্মকর্তার বরাতে জানা যায়, ভারতের তামিলনাড়ুর তিরুপাথুরে শুক্রবার বিকেলের দিকে এক অভিভাবক তার সন্তানকে স্কুল থেকে আনতে গেলে স্কুলে একটি চিতাবাঘ নজরে আসে অভিভাবকের। 

বিষয়টি তিনি দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন। স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ার খবর জানাজানি হলে স্থানীয়দের মধে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাঘটি ধরতে বড়সড় আকারে অভিযান শুরু করা হয়। তবে এখনও এটিকে বাগে আনা সম্ভব হয়নি।

এক কর্মকর্তা জানান, বাঘটিকে প্রথমে জাল দিয়ে ধার পরিকল্পনা করা হয়েছিল। তবে স্কুলের একটি ঝোপে এটি আশ্রয় নিয়ে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এনডিটিভি জানায়। 

জেলা কালেক্টর এক সংবাদ সম্মেলনে জানান, বাঘটিকে ধরার চেষ্টা অব্যাহত আছে। তবে এটিকে ধরার চেষ্টা করা হলেই অবস্থান পরিবর্তন করছে তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন সব স্কুল তিন দিন ছুটি ঘোষণা করেছেন।