এবার সমুদ্র সৈকতেও ডিগবাজি, কোমর মচকালেন জায়েদ খান

Posted by on in বিনোদন 0
1st Image

সাম্প্রতিক আলোচিত সমালোচিত ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। যেখানেই যান সেখানেই দর্শকদের বিনোদনের জন্য ডিগবাজি দিয়ে থাকে তিনি। তার ডিগবাজি নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ঈদের এক কোরবানির পশুর নামও জায়েদ খান রেখেছিলেন একজন।

এবার দুবাইয়ে ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন তিনি। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বর্তমানেও দুবাইয়ে আছেন তিনি। ঘটনার পরে তিনি বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।