নারীদের জন্য একসাথে দুই স্বামী রাখার অনুমতি চান আজমা
চলতি বছর ২১শে জুন থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি সিজন ৩’। সঞ্চালকের আসনে এবার সালমান খানের পরিবর্তে ছিলো অনিল কাপুর। তবে এবারের সিজনে বড় চমকের একটি ছিলো দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে সঙ্গে নিয়ে আরমান মালিকের বিগ বসের ঘরে এন্ট্রি। কিন্তু চমকেই সাথেই শুরু হয় সমালোচনার ঝড়। তারকারাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।
টলিউড অভিনেতা দেবলীনা ভট্টাচার্য লিখেন, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। তা এই পোষ্টে একমত পোষণ করেছেন করণ কুন্দ্রারও।
বাদ যাননি আজমা ফল্লাহও। আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আজ আমি ‘বিগ বস ওটিটি ৩’ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হল আমরাও যেন দু'জন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। তিনি আরও বলেন, যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে শোয়ে এসেছেন সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না?
উল্লেখ্য যে, ২০১১ সালে পায়েলকে বিয়ে করেন ইউটিউবার আরমান। এরপর স্ত্রী পায়েলকে ডিভোর্স না দিয়ে তার বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি।