টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কোহলি
বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে আগে থেকেই সম্ভাবনা ছিল এটি। আর তাই হলো, আজ ফাইনাল শেষে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এটা নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি।
ডানহাতি এই ব্যাটারের সেমিফাইনাল পর্যন্ত তার ব্যাট থেকে ৮ ম্যাচে আসে মাত্র ৭৫ রান। কিন্তু ফাইনালে ঘুরে দাড়ান তিনি। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর অক্ষর প্যাটেলকে নিয়ে ধাক্কা সামলিয়ে তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস।
ম্যাচ সেরার পুরষ্কার নিতে গিয়ে কোহলি বলেন, ’ এটা ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমরা কাপটা জিততে চেয়েছিলাম। হারলে ঘোষণা (অবসর) করতাম না বিষয়টা এমন নয়। সময় এখন টি-টোয়েন্টিতে পরবর্তী জেনারেশনকে সুযোগ দেওয়া। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’
উল্লেখ্য, ভারতের হয়ে মোট ১২৫টি টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। যেখানে টি-টোয়েন্টিতে ৩৮টি ফিফটির সঙ্গে ১টি সেঞ্চুরি আছে কোহলির।