এইচএসসি পরিক্ষার হলে মোমবাতি-টর্চলাইট আনার নোটিশ প্রত্যাহার

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত শনিবার (২৯ জুন) টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের এক নোটিশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোমবাতি, দেশলাই ও টর্চলাইট সঙ্গে আনার নির্দেশ দেয়া হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। 

পরে ঐদিন রাতেই কলেজ কর্তৃপক্ষ সেই নোটিশ প্রত্যাহার করে নতুন আরেকটি নোটিশ জারি করে। এ ব্যাপারে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এটি ওনার ভুল ছিল।  নতুন অধ্যক্ষ হিসেবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম ঝামেলা না হয় সেটিকেই বেশি প্রাধান্য দিতে গিয়েই তিনি এমনটা করেছেন। তবে রাতেই  আগের নোটিশ প্রত্যাহার করে নতুন আরেকটি নোটিশ দিয়েছেন তিনি।

নতুন নোটিশে বলা হয়, এতদ্বারা মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল-এর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে মোমবাতি ও দেশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো এবং উক্ত নোটিশের ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।