সুন্দরী হওয়ার নেশায় ৩০০ সার্জারি? সমালোচনায় অভিনেত্রি
বলিউডে বহু আলোচিত ও অধিক সমালোচিত এক মুখ নোরা ফাতেহি। রাতারাতি জনপ্রিয় হয়ে আলোচনায় আসেন তিনি। কটাক্ষের শিকারও হয়েছেন অনেকবার। নাচ, লুক নিয়ে কটাক্ষের শিকার হলেও সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হয়েছেন প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ নিয়ে।
কয়েক বছর আগে তিনি যেমন দেখতে ছিলেন, এখন তার থেকে আকাশ পাতাল তফাৎ। নিজের সৌন্দর্য্য বাড়ানোর জন্য করেছেন অসংখ্য সার্জারি। সম্প্রতি নেটদুনিয়ায় অনেকেই তার পুরোনো এক ছবি দেখে মন্তব্য করে বসেন, ৩০০ সার্জারি করিয়েছেন তিনি। তবে এ মন্তব্য কতটা সত্যের কাছাকাছি তা এখনো জানা যায়নি।